West Bengal Class 5 Amader poribesh Chapter 6 পরিবেশ ও বনভূমি Question Answer
Class 5 Amader poribesh Chapter 6
(1.) এক কথায় উত্তর দাও (১)
(1.) গাছের ছাল থেকে কি কি তৈরি হয়?
উত্তর: মশলা, ওষুধ, দড়ি।
(2.) আগে কিসের উপর লেখা হতো?
উত্তর: গাছের পাতার উপর।
(3.) গাছের কোন অংশ দিয়ে খালা ও বাটি তৈরি হয়?
উত্তর: গাছের পাতা দিয়ে।
(4.) কোন কোন গাছ বিরাট আকারের এবং চারিদিকে ছড়িয়ে থাকে?
উত্তর: বট, অশ্বত্থ।
(5.) একটি লতানো গাছের নাম লেখ।
উত্তর: শাকালু।
(6.) কোন বন্যপ্রাণী আগে যুদ্ধে ব্যবহার করা হতো?
উত্তর: হাতি।
(7.) গাছের কোন অংশ থেকে অক্সিজেন পাওয়া যায়?
উত্তর: পাতা।
(৪.) শহর ও গ্রামের জীবন টেকসই কিভাবে হবে?
উত্তর: গাছ লাগালে।
(9.) মাজার মনে কি?
উত্তর: মাজার মানে পির সাহেবের কবরস্থান।
(10.) বিশালাক্ষীর বাগানে কি গাছ আছে?
উত্তর: আমগাছ।
(11.) দৌলত মাজারের বনে কি কি গাছ আছে?
উত্তর: শাল, শিশু, গামার ইত্যাদি।
(12.) দৌলত মাজারের বনে কেউ গাছ কাটে না কেনো?
উত্তর: সেখানে মাজার আছে বলে।
(13.) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনুযায়ী আগে কতগুলি বাঘ ছিল?
উত্তর: চল্লিশ হাজারেরও বেশি।
(14.) এখন বাঘের সংখ্যা কত?
উত্তর: দুহাজারেরও কম।
(15.) কোন ধরনের বাঘ বেশি ছিল?
উত্তর: ডোরা কাটা বাঘ।
(16.) বাঘের সংখ্যা এত কমে যাবার কারণ কি?
উত্তর: বাঘ শিকার।
(17.) মানুষ কি কারনে বাঘ শিকার করতো?
উত্তর: নিজেদের বীর প্রমাণ করতে।
(18.) ভারত থেকে কোন বন্যপ্রাণী হারিয়ে গেছে?
উত্তর: চিতাবাঘ।
(19.) ভারত থেকে কোন পাখি হারিয়ে গেছে?
উত্তর: হুইয়া পাখি।
(20.) মানুষ গন্ডার শিকার কেনো করে কেন?
উত্তর: তার খর্গের জন্য।
(21.) মানুষ হাতি শিকার করে কেন?
উত্তর: তার লম্বা দুটো দাঁতের জন্য। –
(22.) সুন্দরবনে কোন বাঘ দেখা যায়?
উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার।
(23.) দরজা, জানালা এসব গাছের কোন অংশ দিয়ে তৈরি হয়?
উত্তর: কাঠ দিয়ে।
(24.) দুটো লম্বা গাছের নাম লেখ
উত্তর: নারকেল, শাল।
(2.) সত্যি বা মিথ্যা লেখ। (১)
(1.) আগে যুদ্ধে বাঘ ব্যবহার করা হতো।
উত্তর: (মিথ্যা)।
(2.) রবীন্দ্রনাথ বলেছেন আগে চল্লিশ হাজারের বেশি বাঘ ছিল।
উত্তর: (সত্যি)।
(3.) এখন বাঘের সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি।
উত্তর: (মিথ্যা)।
(4.) গন্ডার শিকার করা হয় তার দাঁতের জন্য।
উত্তর: (মিথ্যা)।
(5.) পেঁপে গাছের কান্ড নরম।
উত্তর: (সত্যি)।
(6.) চাষের জন্য বন কেটে ফেলা হয়েছে।
উত্তর: (সত্যি)।
(7.) বন থেকে রাজারা হরিণ সংগ্রহ করতো।
উত্তর: (মিথ্যা)।
(৪.) গাছের মূল ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না।
উত্তর: (মিথ্যা)।
(9.) শহর বাড়ার ফলে চাষের জমি কমে গেছে।
উত্তর: (সত্যি)।
(10.) আমাদের রাজ্যে বনের সংখ্যা অনেক বেশি।
উত্তর: (মিথ্যা)।
(3.) শূন্যস্থান পূরণ করো (১)
Class 5 Amader poribesh Chapter 6
(1.) গাছের ছাল ও পাতা থেকে ওষুধ তৈরি করা হয়।
(2.) পীর সাহেবের কবর স্থানকে মাজার বলে।
(3.) গাছের পাতা থেকে অক্সিজেন পাওয়া যায়।
(4.) দাঁতের জন্য মানুষ হাতি শিকার করে।
(5.) হুইয়া পাখি ভারত থেকে হারিয়ে গেছে।
(6.) লোকালয়ের মাঝের বন কে বলে সমাজভিত্তিক বন।
(7.) ডোরাকাটা বাঘ ভারতের জঙ্গলে বেশি দেখা যায়।
(৪.) একটি লম্বা গাছের উদাহরণ হলো সুপারি গাছ।
(9.) আগে দেশে চল্লিশ হাজারের বেশি বাঘ ছিল।
(10.) ভারত থেকে ________ হারিয়ে গেছে।
(4) অতি সংক্ষেপে উত্তর দাও (২)
(1.) সমাজভিত্তিক বন কি?
উত্তর: লোকাল এর মধ্যে ছোট ছোট বন গড়ে ওঠাকে সমাজ ভিত্তিক বন বলে।
(2.) কয়েক ধরনের বাঘের নাম লেখ।
উত্তর: ডোরা কাটা বাঘ, চিতা বাঘ, নেকড়ে বাঘ।
(3.) বনে কি কি গাছ দেখা যায়?
উত্তর: শাল, শেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস, ওক, ফার্ণ ইত্যাদি।
(4.) বনে কি কি পশু পাখি দেখা যায়?
উত্তর: বাঘ, সিংহ, হাতি, হরিণ, গিরগিটি, বনবিড়াল, হরিণ, বাঁদর, গন্ডার ইত্যাদি।
(5.) সংক্ষেপে উত্তর দাও (৩)
(1.) অতিরিক্ত গাছ কাটার ক্ষতিকর প্রভাব কি?
উত্তর: অতিরিক্ত গাছ কাটার ক্ষতিকর প্রভাবগুলো হল,
- বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে।
- বাতাসে ধুলো বালি বেড়ে যাচ্ছে।
- খাদ্যের অভাব দেখা দিচ্ছে।
(2.) শহর বাড়তে থাকার ফলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে?
উত্তর: শহর বাড়তে থাকার ফলে,
- চাষযোগ্য জমির পরিমান কমে যাচ্ছে।
- তারফলে খাদ্যাভাব দেখা দিচ্ছে।
- বন্যপ্রাণীদের বাসস্থান হারাচ্ছে এবং লোকালয়ের ক্ষতির করছে।
Also See: Chapter 5 পরিবেশ ও উৎপাদন