West Bengal Board Class 9 Bengali Chapter 7 নব নব সৃষ্টি Solution

West Bengal Board Class 9 Bengali Chapter 7 নব নব সৃষ্টি Solution

West Bengal Board Class 9 Bengali Chapter 7 নব নব সৃষ্টি  Solution

নব নব সৃষ্টি  : Bengali Class 9 Chapter 7 Question and Answers.

সপ্তম অধ্যায়

নব নব সৃষ্টি

সৈয়দ মুজতবা আলী

MCQ Type Question Answer

1.) বাংলা /হিন্দি /সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল।

উ: সংস্কৃত ভাষা।

2.) বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর /যথাযজ্ঞ/ অপ্রাসঙ্গিক।

উ: বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর।

3.) পৃথিবীতে কোন জিনিসই সম্পূর্ণ/ অসম্পূর্ণ  /বিন্দুমাত্র অসম্ভব নয়।

4.) রচনার ভাষা তার বিষয়বস্তু/ চরিত্র এর উপরে নির্ভর করে।

উ: বিষয়বস্তু।

5.) সংস্কৃত শব্দ বিদেশি /দেশি /স্বদেশী নয়।

উ: বিদেশী নয়।

6.) স্কুল কলেজ থেকে আমরা বাংলা/ সংস্কৃত /হিন্দি ভাষা উঠিয়ে দিতে চাই না

উ: সংস্কৃত ভাষা

7.) উর্দু সাহিত্যের মূলসূর হিন্দি/ ইংরেজি/ ফার্সির সঙ্গে বাধা।

উ: ফার্সির সঙ্গে বাঁধা।

8.) হিন্দি গদ্যের উপরে কোন ভাষার প্রভাব পড়েছে? আরবি /ফার্সি /বাংলা?

উ: ফারসি ভাষা।

9.) ইকবাল আরবি /ফারসি/ উর্দু কবি।

উ: উর্দু কবি।

10.) বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কবিতায় /গল্পে /পদাবলী কীর্তনে।

উ: পদাবলী কীর্তনে।

Very Short Type Question Answer

1.) কয়েকটি প্রাচীন যুগের ভাষার নাম বল

উ: হিব্রু, গ্রীক ,আবেস্তা।

2.) কোন ভাষা আত্মনির্ভরশীল নয়?

উ: বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।

3.) হিন্দি সাহিত্য কি চেষ্টা করছে?

উ: হিন্দি সাহিত্য চেষ্টা করছে হিন্দি থেকে আরবি ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য।

4.) নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ কি মনে করতেন?

উ:নিষ্ঠাবান ব্রাহ্মণ পন্ডিত হরপ্রসাদ আরবি ফারসি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন।

5.) শংকর দর্শনের আলোচনায় ভাষা কি প্রকৃতির?

উ: সংস্কৃত শব্দবহুল।

6.) মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা কি প্রকৃতির?

উ: মোগলাই রেস্তোরার বর্ণনাতে ভাষা অনেক খানি হুতোম ঘ্যাঁষা।

7.) বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা কি প্রকৃতির?

উ: গাম্ভীর্য প্রকৃতির।

8.) বাংলা ভাষায় যে সমস্ত বিদেশী শব্দ ঢুকেছে তার মধ্যে প্রধান শব্দ গুলি কোনগুলি?

উ: আরবি ফারসি এবং ইংরেজি।

9.) পশ্চিমবঙ্গে কোন ভাষা  যাব যাব করছে?

উ: পশ্চিমবঙ্গে আরবি ফারসি ভাষা চর্চা যাব যাব করছে।

10.) ভারতীয় মক্তব্য মাদ্রাসায় কি ভাষায় জোরদার ভাবে পড়ানো হয়েছিল?

উ: আরবি ভাষা

Short Type Question Answers

1.) নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কি পদ্ধতি অবলম্বন করে?

উ: কোন নতুন চিন্তা অথবা অনুভূতি এবং বস্তুর জন্য নব শব্দের সংযোজনের প্রয়োজন হলে সংস্কৃতের অন্য কোন ভাষা থেকে ধার করার প্রয়োজন হয় না।সেখানে এতটাই শব্দসমৃদ্ধ যে সামান্য শব্দের অদল-বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দ নির্মাণ করা যায় ।তাই সংস্কৃত ভাষাকে অনেক সময় স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যেতে পারে।

2.) কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয় এবং কেন?

উ: বাংলা ও ইংরেজি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা হিসাবে গণ্য করা হয় না।বাংলা এবং ইংরেজি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষায় হিসেবে গণ্য না করার কারণ হলো ,এই ভাষা প্রয়োজন মত অথবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে চলেছে। অন্য ভাষার সংযোজনে এই ভাষা পরিপুষ্ট ।তাই এই ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয়।

3.) বাংলা ভাষাতে বিদেশি শব্দ থেকেই যাবে এর কারণ হিসেবে কবি কে দৃষ্টান্ত দিয়েছেন?

উ: বাংলা ভাষাতে ইংরেজি শব্দের বহুল প্রচলন আমরা দেখতে পাই।। এ যেন এক অতি প্রয়োজনীয় এবং অবশ্যম্ভাবী ব্যবহার। ঠিক যেমনভাবে আলু কপি রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। তাছাড়া বিলেতি ওষুধ প্রায় সকলেই খেয়ে জীবনধারণ করছি আমরা। বিদেশি হলেও এর প্রয়োজনীয়তা অনুভব করি ঠিক তেমনভাবেই আমাদের বাংলা ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে এবং নতুন নতুন বিদেশী শব্দ আমদানি হাওয়া বন্ধ হবে না।

4.) বাংলা ভাষায় বাঙালির সর্বশ্রেষ্ঠ কীর্তি সম্পর্কে কিছু বল।

উ: বাংলা ভাষায় বাঙালির সর্বশ্রেষ্ঠ কীর্তি পদাবলী কীর্তন। ভাষার অসাধারণ প্রাচুর্য্য এবং সাহিত্যের চরম দৃষ্টান্তের নিদর্শন আমরা পাই এই পদাবলী কীর্তনে। এখানে বাংলা সাহিত্যে ভাব ও ভাষা উভয়ে মিলেমিশে এক খাঁটি বাঙালিয়ানার পরিচয় বহন করছে। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা যেন ঘরের ছেলে আর মেয়ে। চরিত্র গুলির নানান রূপকথাময় আলোচনা ,

5.) স্কুল থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন?

উ: স্কুল থেকে আমরা সংস্কৃতির চর্চা উঠিয়ে নিতে চাই না, তার কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন রয়েছে। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ অনেক নতুন ভাষার সংযোজন ঘটবে না ।এবং বাংলা ভাষা ক্রমশ হয়তো দুর্বল থেকে দুর্বল হয়ে পড়বে। যা আমাদের ভাষার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ হবে না।

 

এখানে নব নব সৃষ্টি প্রবন্ধর প্রশ্ন উত্তর অনুশীলনী বিস্তারিতভাবে দেওয়া হলো।

For any Questions Please comment us.

For more Solutions Follow this page → West Bengal Board Solution

Updated: November 23, 2022 — 12:18 pm

1 Comment

Add a Comment
  1. Please all question answers upload

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *