West Bengal Board Class 7 History Chapter 5 Solution

মুঘল সাম্রাজ্য : History Class 7 Chapter 5 Question and Answers

শূন্যস্থান পূরণ করো :

(১) ঘর্ঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন _____________ (রানা সঙ্গ/ইব্রাহিম লোদি/ নসরৎ খান)

 (২) বিলগ্রামে যুদ্ধ হয়েছিল _______________ (১৫৩৯/১৫৪০/১৫৪১) খ্রিস্টাব্দে

 (৩) জাহাঙ্গীর আমলে শিখ গুরু ______________ (জয়সিংহ/ অর্জুন/ হিমু) কে প্রাণদণ্ড দেওয়া হোক। 

 (৪) রাজপূত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের জোট বাঁধেননি  রানা _____________ (প্রতাপ সিংহ / মানসিংহ / যশোবন্ত সিংহ)

 (৫) আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ______________ (টোডরমল/ মালিক অম্বর/ বৈরাম খান)

সংক্ষেপে (৩০-৫০ টি শব্দের মধ্যে) উত্তর দাও :

(১) মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো ?

(২) হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলো ?

(৩) ঔরঙ্গজেবের রাজত্বে কোন মুঘল অভিজাতদের মধ্যে  বেড়েছিল ?

(৪) সুলহ-ই-কুল কী ?

(৫) মুঘল শাসন বাবস্তায় সুবা প্রশাসনের পরিচয় দাও?

Solution:

বিশদে (১০০-১২০ টি শব্দের মধ্যে) উত্তর দাও :

(১) পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘর্ঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো।  পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী তাহলে উত্তর ভারতে করা শাসন করতো ?

(২) শেরশাহর শাসন ব্যাবস্থায় কী কী মানবিক পরিচয় তুমি পাও তা লেখো ?

(৩) মুঘল শাসক দেড় রাজপূত নীতিতে কী কী মিল ও অমিল আছে তা বিশ্লেষণ করো ?

(৪) দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল  শাসনের উপর কী  কী প্রবাভ ফেলেছিলো ?

(৫) মুঘল সম্রাটদের কি কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল ? উত্তরাধিকারী বিষয়টি কেমন ভাবে  তাদের শাসনকে প্রভাবিত করেছিল?

Solution:

Updated: July 13, 2020 — 11:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *