West Bengal Board Class 7 History Chapter 4 Solution

দিল্লী সুলতানি : তুর্কো আফগান শাসন : History Class 7 Chapter 4 Question and Answers

(১)  নীচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও :

(ক) ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবেন। 

 (খ) তাবরহিন্দু, সুনাম, সামনা, ঝিলাম।

 (গ) খরাজ, খামস, জিজিয়া, আমির, জাকাত।

 (ঘ) আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, পাঞ্জাব,বিদর। 

 (ঙ) বারবোসা, মাহমুদ গাওয়ান, পেজ, নুনিজ।

 (২)  ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

ক’ স্তম্ভ খ’ স্তম্ভ
A. খলিফা 1. বাংলা
B. বলবান 2. দুরবাস
C. খলজি বিপ্লব 3. বাবর
D. রুমি কৌশল 4. তুরকার-ই-চিহলগানি
E. রাজা গণেশ 5. ইরবানি  তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান।

সংক্ষেপে (৩০-৫০ টি শব্দের মধ্যে) উত্তর দাও

(১) দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো ?

(২) সুলতান ইলতুৎমিশের সময়ের প্রধান তিনটি সমস্যা কি ছিল ?

(৩) করা ছিল সান্তাল রাজিরার সমর্থক ? করা ছিল তার বিরুদ্ধে?

(৪) আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গোল আক্রমণের মোকাবিলা করেন ?

(৫) ইলিয়াসশাহী ও হোসেনশাহী আমলে বাংলার সংস্কিতির পরিচয় দাও ?

বিশদে (১০০-১২০ টি শব্দের মধ্যে) উত্তর দাও:

(১) দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্পর্ক ছিল ছিল তা সংক্ষেপে লেখো।

(২) ইকতা কী ? কেন সুলতানরা ইকতা  ব্যাবস্তা চালু করে ছিল ?

(৩) আলাউদ্দিন খলিজার সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো?

(৪)বিজয় নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে ? তোমার যুক্তি দাও।

Solution:

Updated: July 13, 2020 — 11:04 am

2 Comments

Add a Comment
  1. Apni ki amder chala der tution deben online holeo cholba fees ar kotha pora hona apni ki poraben aga bolun

    1. Hi Swapna do You need Home Teacher?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *