West Bengal Board Class 6 Math Chapter 5 Bijgonit Cholorasir Dharona Kose Dekhi 5.2 Solution

কষে দেখি 5.2 Solution West Bengal Board : Class 6 Mathematics

West Bengal Board Class 6 Math Solution full Exercise 5.2 by Experts. Here in this page WB Board Class 6 Student can find Ganit Prabha Class 6 Math Chapter 5 Bijgonit Cholorasir Dharona (বীজগণিত চলরাশির ধারণা) Kose Dekhi 5.2 Solution.

(1)

(a) 10a = a এর 10 গুন

(b) a+c = a ও c এর সমষ্টি

(c) x-y = x ও y এর অন্তরফল

(d) 9x + 2 = x এর 9 গুনের সাথে 2 এর সমষ্টি

(e) x+y+z = x , y ও z এর সমষ্টি

(f) 3x – 7 = X এর 3 গুনের এর থেকে 7 কম

(g) P/3 – 4 = P এর একতৃতীয়াংশ থেকে 4 কম

(h) X > 6 = X, 6এর থেকে বড়ো

(i) P > 9 = P, 9এর থেকে বড়ো নয়

(2)
(a) x + 7
(b) y – 9
(c) 3a
(d) x > 13
(e) y = 5
(f) x / 8
(g) 10p + 7
(h) 3x – 8
(i) x + y
(j) xy
(k) x < y
(l) b < 8

(3) 

(i) x + 5 = x ও 5 এর সমষ্টি

x – 5 = x থেকে 5 বিয়োগ

5x = x এর 5 গুন্

(ii) 2p + 3 = P  এর দ্বিগুনের সাথে 3 এর সমষ্টি

2p – 3 = P  এর দ্বিগুনের থেকে 3 বিয়োগ

3p + 2 = P  এর দ্বিগুনের সাথে  2এর  সমষ্টি

3p – 2 = P  এর তিন গুনের থেকে 2 বিয়োগ

(4)

বামপক্ষ

ডানপক্ষ

x+ y = y+ x  যোগের  বিনিময়  নিয়ম
4a একক বর্গক্ষেত্রের  পরিসীমা
X x Y = Y x X গুনের  বিনিময়  নিয়ম
2 ( a + b) একক আয়তক্ষেত্রের  পরিসীমা
P x ( m + n) = P x m + p x n বিচ্ছেদ নিয়ম

(5)

(a) মুক্তির এখন বয়স X বছর , 4বছর পর  মুক্তির বয়স  হবে  X + 4 বছর

(b) ফিরোজের তখন বয়স y বছর , 7বছর  আগে ফিরোজের বয়স ছিল =Y– 7 বছর

(c) কুমুদের বাগানে  Xটি  গাঁদা ফুলের চারা গাছ আছে ।  কিন্তু সাহিদার বাগানে কুমুদের বাগানের চারাগাছের তিনগুন গাঁদাফুলের চারা আছে।সাহিদার  বাগানে  আছে 3X টি  চারাগাছ।

(d) দুর্গানগরের  পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো।  হাবিব X টাকা চাঁদা দিলো।  কিন্তু মুসকান, হাবিবের  দ্বিগুন অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল।  মুসকান চাঁদা দিল (2X +10)  টাকা।

(e) ডেভিডের উচ্চতা  আমিনুরের  থেকে 3 সেমি কম।  আমিনুরের উচ্চতা X সেমি  হলে  ডেভিডের উচ্চতা  (X -3) সেমি ।

(6) 

(b) (y-21) সেমি = সুমনার বয়স  y বছর। 21বছর  আগে  সুমনার  বয়স  ছিল(y -21) বছর।

(c) 5x বছর = গোপালের বয়স X বছর।  তাপসের বয়স  গোপালের  বয়সের 5 গুন।

(d) P/4টি = বাসুদার বাগানে মোট Pটি চারাগাছ আছে।  তার মধ্যে এক চতুর্থাংশ চারা গাছ হল নারকেল গাছ।

(e) (2X +3) মিটার = তপন ক্লাবের পুজোয় Xটাকা চাঁদা দিল।  তনয়া  তপনের দ্বিগুন  অপেক্ষা 3টাকা চাঁদা বেশি দিল।

(f) (3x – 5) ঘন্টা = রামের একটা জামার দাম X টাকা। শ্যামের একটি জামার দাম রামের 3গুন অপেক্ষা 5কম।

Updated: July 25, 2020 — 3:35 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *